Posts

Showing posts from April, 2018

বেশি ভালবাসলে মানুষ

Image
বেশি ভালবাসলে মানুষ  Singer : Rinku   বেশি ভালবাসলে মানুষ বেশি ভালবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান বেশি ভালবাসলে মানুষ বেশি ভালবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান লায়লির মত দেখি না কেউ মজনুর জন্য কাঁদে সিরির প্রেমের মূল্য দেয়না এ যুগের ফরহাদে লায়লির মত দেখি না কেউ মজনুর জন্য কাঁদে সিরির প্রেমের মূল্য দেয়না এ যুগের ফরহাদে কতজনা প্রেমের ফাঁদে কতজনা প্রেমের ফাঁদে জীবন করলো বিসর্জন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান লাইলি মজলু, সিরি ফরহাদের প্রেম দেখিনা হাটে  চন্দ্রিদাস আর বায়না বড়শি  বসে পুকুর ঘটে  লাইলি মজলু, সিরি ফরহাদের প্রেম দেখিনা হাটে  চন্দ্রিদাস আর বায়না বড়শি  বসে পুকুর ঘটে  রজকিনী মালা হাতে  রজকিনী মালা হাতে  দেখিনা আর বর্তমান  এই দুনিয়ার কিছু মানুষ  স্বার্থপর বেঈমান  বেশি ভালবাসলে মানুষ বেশি ভালবাসল...

তর মন খারাপের দেশে

Image
তর মন খারাপের দেশে  Singer : Imran Mahmudul তর মন খারাপের দেশে  যাবো প্রেমের খেয়ায় ভেসে  তোর মনটা ভালো করে  দেবো অনেক ভালোবেসে তর মন খারাপের দেশে  যাবো প্রেমের খেয়ায় ভেসে  তোর মনটা ভালো করে  দেবো অনেক ভালোবেসে  ডাকলে কাছে আসিস  পারলে একটু হাসিস  বুকটা রাখিস পেতে  ভালোবাসা নিতে  সব অভিমান।.  ভেঙে দেবো  তোর কাছে এসে..... তর মন খারাপের দেশে  যাবো প্রেমের খেয়ায় ভেসে  তোর মনটা ভালো করে  দেবো অনেক ভালোবেসে মন গড়া অভিযোগ  জানি ভুলে যাবি তুই  কাছে এসে আলতো করে  যদি তোর হাতটা চুই  মন গড়া অভিযোগ  জানি ভুলে যাবি তুই  কাছে এসে আলতো করে  যদি তোর হাতটা চুই  সব অভিমান।.  ভেঙে দেবো  তোর কাছে এসে..... তর মন খারাপের দেশে  যাবো প্রেমের খেয়ায় ভেসে  তোর মনটা ভালো করে  দেবো অনেক ভালোবেসে তোর মনের পথ ধরে  শুধু আমার চলাচল  কত ভালোবাসি তরে  তুই কবে বুঝবি বল...

ছাড়িয়া যাইওনা বন্ধুরে

Image
ছাড়িয়া যাইওনা বন্ধুরে  Singer : Salma & Chowdhury Kamal ছাড়িয়া যাইওনা বন্ধুরে  প্রাণ নাত   ছাড়িয়া যাইওনা বন্ধুরে  প্রাণ নাত ছাড়িয়া যাইওনা বন্ধুরে  কথা রাখো কাছে থাক  যায়না গো দূরে  কথা রাখো কাছে থাক  বন্ধুরে যাইওনা গো দূরে  দূরে গেলে পরান আমার চটপট চটপট করে রে  ওরে দূরে গেলে পরান আমার চটপট চটপট করে রে  প্রাণ নাত ছাড়িয়া যাইওনা বন্ধুরে  প্রাণ নাত ছাড়িয়া যাইওনা বন্ধুরে  তোমার প্রেমে হইলাম আমি  মিছা দুষের ভাগি  তোমার প্রেমে হইলাম আমি  মিছা দুষের ভাগি  বন্ধুরে মিছা দুষের ভাগি  তোমারে না পাইলে  আমি বিনা রুগে রুগী রে  ওরে তোমারে না পাইলে  আমি বিনা রুগে রুগী রে  প্রাণ নাত ছাড়িয়া যাইওনা বন্ধুরে  প্রাণ নাত ছাড়িয়া যাইওনা বন্ধুরে  তুমি আমার কাছে থাক  এই আমার বাসনা  তুমি আমার কাছে থাক  এই আমার বাসনা  বন্ধুরে এই আমার বাসনা  ওরে মন যারে চায়  তারে ছাড়া মনেও বুজ...

সাত জনম

Image
সাত জনম Singer : Kazi Shovo & Puuja এই চোখে রেখে চোখ  মন মাঝে আসোনা  এই বুকের আকাশে  উড়ে যাবো চলো না  এই চোখে রেখে চোখ  মন মাঝে আসোনা  এই বুকের আকাশে  উড়ে যাবো চলো না  কাছে এসে ভালোবেসে  তুমি আমার হওনা  সাত জনমের তুমি  কেন বুঝনা  এই হৃদয়ের  তুমি সে কি জাননা  সাত জনমের তুমি  কেন বুঝনা  এই হৃদয়ের  তুমি সে কি জাননা  চারি দিকে দেখি  শুধু আমি এতই আধার  তুমি হিনা কি যে ব্যথা এই বুকেতে আমার  চারি দিকে দেখি  শুধু আমি এতই আধার  কাছে এসে ভালোবেসে  তুমি আমার হওনা  সাত জনমের তুমি  কেন বুঝনা  এই হৃদয়ের  তুমি সে কি জাননা  দূরে গেলে একটু তুমি  পুড়ে যায় মন  চোখ ঝুড়ে নেমে আসে  অঝর শ্রাবন  দূরে গেলে একটু তুমি  পুড়ে যায় মন  চোখ ঝুড়ে নেমে আসে  অঝর শ্রাবন  কাছে এসে ভালোবেসে  তুমি আমার হওনা  সাত জনমের তুমি  কেন ...

মধু হই হই

Image
মধু হই হই  মধু হই হই  বিষ খাওয়ালা মধু হই হই  বিষ খাওয়ালা  কোন কারণে  ভালোবাসার দাম না দিলা  কোন দোষ কান পাই  ভালোবাসার দাম না দিলা  মধু হই হই  বিষ খাওয়ালা মধু হই হই  বিষ খাওয়ালা  কোন কারণে  ভালোবাসার দাম না দিলা  কোন দোষ কান পাই  ভালোবাসার দাম না দিলা  আশায় আছি  তোঁয়ারে লই  বান্ধুম একখান  সুখেরই ঘর  আশায় আছি  তোঁয়ারে লই  বান্ধুম একখান  সুখেরই ঘর  সুখের বদলে দুঃখ দিলা  কোন কারণে  ভালোবাসার দাম না দিলা  কোন দোষ কান পাই  ভালোবাসার দাম না দিলা  প্রেম নদীতে অন্যের টানে  আঁরে কেন ফালাই গেলে  যেন করি কেন ভুল বুঝিলা  কোন কারণে  ভালোবাসার দাম না দিলা  কোন দোষ কান পাই  ভালোবাসার দাম না দিলা  মধু হই হই  বিষ খাওয়ালা মধু হই হই  বিষ খাওয়ালা  কোন কারণে  ভালোবাসার দাম না দিলা 

আমার যমুনার জল

Image
আমার যমুনার জল  Singer : Fazlur Rahman Babu আমার যমুনার জল  দেখতে কালো স্মান করিতে লাগে ভালো  যৌবন মিশিয়া গেলো জলে  আমার যমুনার জল  দেখতে কালো স্মান করিতে লাগে ভালো  যৌবন মিশিয়া গেলো জলে  গডা পানিতে  নাইমা কন্যা  গডা মাঞ্জন করে  হাটু পানিতে  নাইমা কন্যা  হাটু মাঞ্জন করে  আমার যমুনা জল  দেখতে কালো  স্মান করিতে লাগে ভালো  যৌবন মিশিয়া গেলো জওওওলে  ওড়াত পানিতে নাইমা  কন্যা ওরাত মাঞ্জন করে  কমর পানিতে নাইমা  কন্যা কমর মাঞ্জন করে  আমার যমুনা জল  দেখতে কালো  স্মান করিতে লাগে ভালো  যৌবন মিশিয়া গেলো জওওওলে  পেট পানিতে নাইমা কন্যা  পেট মাঞ্জন করে  বুক পানিতে নাইমা কন্যা  বুক মাঞ্জন করে  আমার যমুনা জল  দেখতে কালো  স্মান করিতে লাগে ভালো  যৌবন মিশিয়া গেলো জওওওলে  গলা পানিতে নাইমা কন্যা  গলা মাঞ্জন করে  মাথা পানিতে নাইমা কন্যা  ডুব দেয় অনুকা...

বাঙা তরী

Image
বাঙা তরী  Singer :  Kishor Palash আমার বাঙা তরী  চেরা পাল  চলবে আর কতকাল  ভাবি শুধু একা বসিয়া  রে দয়াল এভাবে আর চলবে কত কাল  তরী কিনারায় ভিড়াইয়া  ভাবি শুধু কাঁদিয়া  যাবে কি এমনি দিন হাল  রে দয়াল  এভাবে আর চলবে কত কাল  আমার বাঙা তরী  চেরা পাল  চলবে আর কতকাল  ভাবি শুধু একা বসিয়া  রে দয়াল এভাবে আর চলবে কত কাল  জীবন দিলা কাঞ্চা বাঁশের  কাচারী মতো  যত্ন নেবার আগে তা ভাঙে অবিরত  রে দয়াল ভাঙে অবিরত  জীবন দিলা কাঞ্চা বাঁশের  কাচারী মতো  যত্ন নেবার আগে তা ভাঙে অবিরত  রে দয়াল ভাঙে অবিরত  ধনীরে ধোন দিলা  গরিবের তুইলা পিটের চাল  রে দয়াল  এভাবে আর চলবে কত কাল  আমার বাঙা তরী  চেরা পাল  চলবে আর কতকাল  ভাবি শুধু একা বসিয়া  রে দয়াল এভাবে আর চলবে কত কাল  সুখের পাখি নীড় বাদিতে  যায়না সে ভুলে  যত্ন কইরা নীড় বাধে হায়  সুখের...

নিথুয়া পাথারে

Image
নিথুয়া পাথারে Singer : Fazlur Rahman Babu নিথুয়া পাথারে নেমেছি  বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই  ধরো বন্ধু আমার কেহ নাই  তোল বন্ধু আমার কেহ নাই  চিকন ধুতিখানি পড়িতে  না জানি  না জানি বান্ধিতে কেশ  চিকন ধুতিখানি পড়িতে  না জানি  না জানি বান্ধিতে কেশ  না জানি বান্ধিতে কেশ  না জানি বান্ধিতে কেশ  অল্প বয়সে পিরিতি করিয়া  হয়ে গেলো জীবনেরও  শেষ  প্রেমেরও মরলি বাজাতে না জানি  না পারি  বান্ধিতে সুর  প্রেমেরও মরলি বাজাতে না জানি  না পারি  বান্ধিতে সুর   না পারি  বান্ধিতে সুর   নিথুয়া পাথারে নেমেছি  বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই  ধরো বন্ধু আমার কেহ নাই  তোল বন্ধু আমার কেহ নাই  ধরো বন্ধু আমার কেহ নাই  তোল বন্ধু আমার কেহ নাই 

ছায়া দেহ

Image
ছায়া দেহ মায়া কইরোনা   Singer : Fazlur Rahman Babu পাথার জ্বলে ডুইবা মাইরো  আসমান থাইকা জমিত পাইরো  তবু কারো প্রেমে পাইরো না  ছায়া দেহ মায়া কইরোনা  পাথার জ্বলে ডুইবা মাইরো  আসমান থাইকা জমিত পাইরো  তবু কারো প্রেমে পাইরো না  ছায়া দেহ মায়া কইরোনা কেহ  ছায়া দেহ মায়া কইরোনা  তবু কারো প্রেমে পাইরো না  ছায়া দেহ মায়া কইরোনা ছায়া দেহ মায়া কইরোনা  প্রেমের ব্যাধি পুরান আদি  দেহে ছড়ায় জহর  নাই ঔষধি খুজ যদি গেরাম হইতে শহর  প্রেমের ব্যাধি পুরান আদি  দেহে ছড়ায় জহর  নাই ঔষধি খুজ যদি গেরাম হইতে শহর  লাল আগুনের গোলা ধইরো  লাল আগুনের গোলা ধইরো  তবু কারো প্রেমে পাইরো না  ছায়া দেহ মায়া  কইরোনা কেহ  ছায়া দেহ মায়া  কইরোনা  পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি  দুখে হৃদয় কাতর  কেহ বধির লীলাদেবীর  শোকে নীতির কাতর  পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি  দুখে হৃদয় কাতর  কেহ বধির লীলাদেবীর  শোকে নীতির কাত...

ফিরে আসোনা

Image
ফিরে আসোনা  স্মৃতির মাঝে ডুব সাঁতারে  বুকের ভিতর উঠছে কেঁপে  জল রাশিতে চোখের সাগর  থেমে থেমে উঠছে ফেঁপে  বলো কি ভাবে রবো এই ভাবে  আমায় গুছাবে কে দুহাতে  ফিরে আসোনা আর তো পারিনা  বাঁচি চলোনা আবার একসাথে  কতটা কঠিন বাঁচা তুমি হীন  আঁধারে বিলীন স্বপ্নের আহার  থেমে জীবন আছে এখন  বাঁচার এমন মানে কোথায়  কেন যে হয় পূর্ণ থাকে  মেলালে নীল শুন্য তাতে  বলো কি ভাবে রবো এই ভাবে  আমায় গুছাবে কে দুহাতে  ফিরে আসোনা আর তো পারিনা  বাঁচি চলোনা আবার একসাথে  হারানো কত অবিরত  মনে তে কত ব্যাথা দিয়ে যায়  দিনে রাতে আর্তনাদে  প্রেম যে কাঁদে কি করে বুঝাই  কেন যে হয় পূর্ণ থাকে  মেলালে নীল শুন্য তাতে  বলো কি ভাবে রবো এই ভাবে  আমায় গুছাবে কে দুহাতে  ফিরে আসোনা আরতো পারিনা  বাঁচি চলোনা আবার একসাথে 

বলতে বলতে চলতে চলতে

Image
বলতে বলতে চলতে চলতে  Singer : imran  বলতে চেয়ে মনে হয়  বলতে তবু দেয়না হৃদয়  কতটা তোমায় ভালোবাসি  চলতে গিয়ে মনে হয়  দুরত্ত কিছু নয়  তোমার কাছেই ফিরে আসি  তুমি তুমি তুমি শুধু এই মনে  আনাচে কানাচে  সত্যি বলোনা কেউ কি প্রেম হিনা কখনো বাঁচে  তুমি তুমি তুমি শুধু এই মনে  আনাচে কানাচে  সত্যি বলোনা কেউ কি প্রেম হিনা কখনো বাঁচে  বলতে চেয়ে মনে হয়  বলতে তবু দেয়না হৃদয়  কতটা তোমায় ভালোবাসি  মেঘের খামে আজ তোমার নাম  পুরো চিঠি পাঠিয়ে দিলাম  পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে  খুব যতনে তা লিখে ছিলাম  মেঘের খামে আজ তোমার নাম  পুরো চিঠি পাঠিয়ে দিলাম  পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে  খুব যতনে তা লিখে ছিলাম  ও চাই পেতে আরো মন  পেয়েও এত কাছে  বলতে চেয়ে মনে হয়  বলতে তবু দেয়না হৃদয়  কতটা তোমায় ভালোবাসি  মন অল্পতে প্রিয় গল্পতে  কল্পনায় স্বপ্ন আঁখে  ভুল ত্রুটি আবেগী কোন সুটি  সারাক্ষন তোমা...

যারে ভাবি আমি দিবানিশি

Image
যারে ভাবি আমি দিবানিশি যারে ভাবি আমি দিবানিশি সই গো তারে পাব কি  যারে ভাবি আমি দিবানিশি সই গো তারে পাব কি। ..... আমার মনের দুঃখ মনে রইলো  ঝরে শুধু দুই আঁখি  তারে পাব কি  যারে ভাবি আমি দিবানিশি সই গো বিচ্ছের জ্বালায় নিয়ে বুকে  কেমনে বলি আমি নিজের মুখে  মান কুলমান সবি গেলো আছে শুধু প্রাণ বাকি  তারে পাব কি  যারে ভাবি আমি দিবানিশি সই গো তারে পাব কি  ভিতর পুড়ে হইলরে চাই  আমার মনের কথা কাহারে জানাই  প্রাণ বন্ধুয়ার পাইনা দেখা কয় হুমায়ুন কি করি  আমি তারে পাব কি  যারে ভাবি আমি দিবানিশি সই গো

আজ ভালোবাসোনা

Image
আজ ভালোবাসোনা  Singer : Imran  & Bristy  আজ থেকে নয় আমি এই আমার  আজ থেকে এই আমি শুধু তোমার আজ থেকে নয় আমি এই আমার  আজ থেকে এই আমি শুধু তোমার  আগলে রবো তোমায় ছায়া হয়ে  যখন যেখানে  যাবে যে ভাবে  তখন সেখানে পাবে সে ভাবে  দাড়াবেনা আর কিছু বাধা হয়ে  এ সময়ের অপেক্ষায়  কত দিন কেটেছে হায়  অবশেষে পেলো কাছে  মন তোমায়  আজ ভালোবাসোনা মন খুলে হাসনা  এ ছাড়া নেই আর কিছু আর চাওয়া  চেয়েছি যে যাকে পেয়েছি যে থাকে  সত্যি যে নেই আর কিছু পাওয়ার  প্রেম কে তা এত দিন প্রেমে পরে তোমার বুজেছি  ও তাই আজ হাবুডুবু প্রেমে তোমার খেয়ে চলেছি  তুমি ছাড়া মন যে মানেনা  তুমি ছাড়া মন যে বাঁচেনা  তুমি ছাড়া মন যে মানেনা  তুমি ছাড়া মন যে বাঁচেনা  তুমি এখন বেঁচে থাকা সব আমার  আজ ভালোবাসোনা মন খুলে হাসনা এ ছাড়া নেই আর কিছু আর চাওয়া  চেয়েছি যে যাকে পেয়েছি যে থাকে  সত্যি যে নেই আর কিছু পাওয়ার  এই মনে বেঁচে থাকার ইচ্ছ...

তোমারে না দেখলে আমার ঘরে

Image
তোমারে না দেখলে আমার ঘরে  তোমারে না দেখলে আমার ঘরে  রয়না মন রে  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  তোমারে না দেখলে আমার ঘরে  তোমার আমার ভালোবাসা জানে সর্ব জন  অন্ধের চোখের মনি তুমি  সাতরাজারই  ধন রে  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  একবার যদি পাইতাম তোরে করিতাম যতণ  অঙ্গেতে ছিটাইয়া দিলাম কুলোসি চন্দন রে  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  নগরে বন্ধরে ঘুরি পাইতে এ দরশন  কয় সালামে মনে হইলে ঝরে এ দুই নয়ন রে  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  তোমারে না দেখলে আমার ঘরে  রয়না মন রে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন  তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন 

জীবন যৌবন দিলাম সপি

Image
জীবন যৌবন দিলাম সপি     জীবন যৌবন দিলাম সপি  হইলো না তো সে আপন  যাহার লাগি হইলি বগি  সে তো বুজলোনারে মন   যাহার লাগি হইলি বগি  সে তো বুজেনারে মন   বন্ধুর প্রেমে এমন ধারা  ঘর বাড়ি করলো ছাড়া  বন্ধুর প্রেমে এমন ধারা  ঘর বাড়ি করলো ছাড়া  হইলাম আমি কুলমান হারা  সবই যে তারি কারণ  যাহার লাগি হইলি বগি  সে তো বুজলোনারে মন   যাহার লাগি হইলি বগি  সে তো বুজেনারে মন   দুঃখ দিয়া আমার মনে ঘর বন্দিলা অন্যের সনে  দুঃখ দিয়া আমার মনে ঘর বন্দিলা অন্যের সনে  চায়না ফিরে আমার প্রাণে  চায়না ফিরে কভু আমার প্রাণে  আমারে হয়না স্মরণ  যাহার লাগি হইলি বগি  সে তো বুজলনারে মন যাহার লাগি হইলি বগি  সে তো বুজেনারে মন নিজের ভুলে আমায় দোষে  মরি বন্ধুর প্রেম বিষে  নিজের ভুলে আমায় দোষে  মরি বন্ধুর প্রেম বিষে  থাকি আমি তারি আসে  থাকি আমি তারি আসে  না আসিলে হবে মরণ  যাহার লাগি হইলি বগি  ...

বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া

Image
বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া  বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া  খুঁজেছে জবাব আঁচল মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি  কত যত্নে দেখেছি আর লিখিছি, যা চলে তুই ও সব ভুলে তুই  কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বড়ো বে রঙিন  না রে নয় সহজ পাওয়া তোর মতন আর কেউ কে কোনো দিন  হারিয়ে গেলাম পুড়িয়ে এলাম চোখে শুকিয়ে গেলো জ্বল  কি যে বলবো আর এ দূরত্ব তার দেখিনি যে কোনো শেষ  তবু দেখ না তুই বসে পাস্ টাতে গেলি আলোক বৰ্ষতে  হারিয়ে গেলাম পুড়িয়ে এলাম চোখে শুকিয়ে গেলো জ্বল 

দুটি চোখে ঝরছে জল তরি কারণে

Image
দুটি চোখে ঝরছে জল কারণে তরি কারনে  দুটি চোখে ঝরছে জল  কারণে তরি কারনে  পারিনি আজ ফেরাতে শত বারণে  তুই চলে আয় মন জ্বলে যায় দিয়েছি সব থকে  যা  ছিল এই আমার কষ্ট দিলে তুই সইতে পারিনা আর  এভাবে ডুবালি বিরহ আঁধারে, তবুও তোর প্রেমে মনটা বাধারে  পাইনা খুঁজে তোর  এ কেমন পারাপার, যে ছবি এঁকেছি বুকেরই দেয়ালে  কি করে মুছে দেই সে কোন খেয়ালে কি করে থাকি বল  নিয়ে এই হাহাকার 

ভালো লাগে না

Image
ভালো লাগে না  এমন কেন  কেন আমায় নিয়ে  বে হারাবার বেথা যাও দিয়ে  জীবন যেন খেলছে নিঠুর খেলা  ভালোবাসা যায় থেকে অবহেলায় হায় হায়  কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো  হাসি খেলা পুরানো ভালো লাগেনা কেন  কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো  হাসি খেলা পুরানো ভালো লাগেনা কেন  অবেলায় না বলা আবেগে জড়িয়ে  এমন একেছি কত যেকেচি যে  তোমায়  অবহেলারি চাদরে ভালোবাসার আদরে  রেখেকো যে আড়াল করে কেন  কেন এভাবে কাঁদায় যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরানো 

আর নয় ভালোবাসা জানি তোর সাথে বাংলা গানের কথা

Image
আর নয় ভালোবাসা জানি তোর সাথে বাংলা গানের কথা আর নয় ভালোবাসা জানি তোর সাথে  মায়া যত রাখি লাভ কি বলো তাতে একা করে আমায় চলে গেলি দূরে  এত বেশি করে ভালো বাসবে না কেউ তোকে সে যে গেলি চলে আর এলিনা ফিরে