ছায়া দেহ
ছায়া দেহ মায়া কইরোনা
Singer : Fazlur Rahman Babu
পাথার জ্বলে ডুইবা মাইরো
আসমান থাইকা জমিত পাইরো
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা
পাথার জ্বলে ডুইবা মাইরো
আসমান থাইকা জমিত পাইরো
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা কেহ
ছায়া দেহ মায়া কইরোনা
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা
ছায়া দেহ মায়া কইরোনা
প্রেমের ব্যাধি পুরান আদি
দেহে ছড়ায় জহর
নাই ঔষধি খুজ যদি
গেরাম হইতে শহর
প্রেমের ব্যাধি পুরান আদি
দেহে ছড়ায় জহর
নাই ঔষধি খুজ যদি
গেরাম হইতে শহর
লাল আগুনের গোলা ধইরো
লাল আগুনের গোলা ধইরো
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা কেহ
ছায়া দেহ মায়া কইরোনা
পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি
দুখে হৃদয় কাতর
কেহ বধির লীলাদেবীর
শোকে নীতির কাতর
পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি
দুখে হৃদয় কাতর
কেহ বধির লীলাদেবীর
শোকে নীতির কাতর
প্রাণ হারিরে সাথী কইরো
প্রাণ হারিরে সাথী কইরো
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা কেহ
ছায়া দেহ মায়া কইরোনা
ছায়া দেহ মায়া কইরোনা কেহ
ছায়া দেহ মায়া কইরোনা
পাথার জ্বলে ডুইবা মাইরো
আসমান থাইকা জমিত পাইরো
তবু কারো প্রেমে পাইরো না
ছায়া দেহ মায়া কইরোনা
Comments
Post a Comment