যারে ভাবি আমি দিবানিশি

যারে ভাবি আমি দিবানিশি


যারে ভাবি আমি দিবানিশি সই গো
তারে পাব কি 
যারে ভাবি আমি দিবানিশি সই গো
তারে পাব কি। .....
আমার মনের দুঃখ মনে রইলো 
ঝরে শুধু দুই আঁখি 
তারে পাব কি 
যারে ভাবি আমি দিবানিশি সই গো
বিচ্ছের জ্বালায় নিয়ে বুকে 
কেমনে বলি আমি নিজের মুখে 
মান কুলমান সবি গেলো আছে শুধু প্রাণ বাকি 
তারে পাব কি 
যারে ভাবি আমি দিবানিশি সই গো
তারে পাব কি 
ভিতর পুড়ে হইলরে চাই 
আমার মনের কথা কাহারে জানাই 
প্রাণ বন্ধুয়ার পাইনা দেখা
কয় হুমায়ুন কি করি 
আমি তারে পাব কি 
যারে ভাবি আমি দিবানিশি সই গো


Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ