জীবন যৌবন দিলাম সপি
জীবন যৌবন দিলাম সপি

জীবন যৌবন দিলাম সপি
হইলো না তো সে আপন
যাহার লাগি হইলি বগি
সে তো বুজলোনারে মন
যাহার লাগি হইলি বগি
সে তো বুজেনারে মন
বন্ধুর প্রেমে এমন ধারা
ঘর বাড়ি করলো ছাড়া
বন্ধুর প্রেমে এমন ধারা
ঘর বাড়ি করলো ছাড়া
হইলাম আমি কুলমান হারা
সবই যে তারি কারণ
যাহার লাগি হইলি বগি
সে তো বুজলোনারে মন
যাহার লাগি হইলি বগি
সে তো বুজেনারে মন
দুঃখ দিয়া আমার মনে
ঘর বন্দিলা অন্যের সনে
দুঃখ দিয়া আমার মনে
ঘর বন্দিলা অন্যের সনে
চায়না ফিরে আমার প্রাণে
চায়না ফিরে কভু আমার প্রাণে
আমারে হয়না স্মরণ
যাহার লাগি হইলি বগি
সে তো বুজলনারে মন
যাহার লাগি হইলি বগি
সে তো বুজেনারে মন
নিজের ভুলে আমায় দোষে
মরি বন্ধুর প্রেম বিষে
নিজের ভুলে আমায় দোষে
মরি বন্ধুর প্রেম বিষে
থাকি আমি তারি আসে
থাকি আমি তারি আসে
না আসিলে হবে মরণ
যাহার লাগি হইলি বগি
সে তো বুজলোনারে মন
যাহার লাগি হইলি বগি
সে তো বুজেনারে মন
Comments
Post a Comment