জীবন যৌবন দিলাম সপি

জীবন যৌবন দিলাম সপি 

  Image result for kazi shuvo picture
জীবন যৌবন দিলাম সপি 
হইলো না তো সে আপন 
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজলোনারে মন  
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজেনারে মন  
বন্ধুর প্রেমে এমন ধারা 
ঘর বাড়ি করলো ছাড়া 
বন্ধুর প্রেমে এমন ধারা 
ঘর বাড়ি করলো ছাড়া 
হইলাম আমি কুলমান হারা 
সবই যে তারি কারণ 
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজলোনারে মন  
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজেনারে মন  
দুঃখ দিয়া আমার মনে
ঘর বন্দিলা অন্যের সনে 
দুঃখ দিয়া আমার মনে
ঘর বন্দিলা অন্যের সনে 
চায়না ফিরে আমার প্রাণে 
চায়না ফিরে কভু আমার প্রাণে 
আমারে হয়না স্মরণ 
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজলনারে মন
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজেনারে মন
নিজের ভুলে আমায় দোষে 
মরি বন্ধুর প্রেম বিষে 
নিজের ভুলে আমায় দোষে 
মরি বন্ধুর প্রেম বিষে 
থাকি আমি তারি আসে 
থাকি আমি তারি আসে 
না আসিলে হবে মরণ 
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজলোনারে মন
যাহার লাগি হইলি বগি 
সে তো বুজেনারে মন 


Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ