বাঙা তরী
বাঙা তরী
Singer : Kishor Palash
আমার বাঙা তরী
চেরা পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
তরী কিনারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাঁদিয়া
যাবে কি এমনি দিন হাল
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
আমার বাঙা তরী
চেরা পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
জীবন দিলা কাঞ্চা বাঁশের
কাচারী মতো
যত্ন নেবার আগে তা
ভাঙে অবিরত
রে দয়াল
ভাঙে অবিরত
জীবন দিলা কাঞ্চা বাঁশের
কাচারী মতো
যত্ন নেবার আগে তা
ভাঙে অবিরত
রে দয়াল
ভাঙে অবিরত
ধনীরে ধোন দিলা
গরিবের তুইলা পিটের চাল
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
আমার বাঙা তরী
চেরা পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
সুখের পাখি নীড় বাদিতে
যায়না সে ভুলে
যত্ন কইরা নীড় বাধে হায়
সুখেরি দু কূলে
রে দয়াল
সুখেরি দু কূলে
সুখের পাখি নীড় বাদিতে
যায়না সে ভুলে
যত্ন কইরা নীড় বাধে হায়
সুখেরি দু কূলে
রে দয়াল
সুখেরি দু কূলে
তেলে চুলে তেল দিল
বুঝলানা
ঝটা চুলের হাল
রে দয়াল
এ ভাবে চলবে
কত কাল
আমার বাঙা তরী
চেরা পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল
এভাবে আর চলবে
কত কাল
Comments
Post a Comment