ছাড়িয়া যাইওনা বন্ধুরে

ছাড়িয়া যাইওনা বন্ধুরে 

Singer : Salma & Chowdhury Kamal


ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত  
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
কথা রাখো
কাছে থাক 
যায়না গো দূরে 
কথা রাখো
কাছে থাক 
বন্ধুরে যাইওনা গো দূরে 
দূরে গেলে
পরান আমার
চটপট চটপট করে রে 
ওরে দূরে গেলে
পরান আমার
চটপট চটপট করে রে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
তোমার প্রেমে হইলাম আমি 
মিছা দুষের ভাগি 
তোমার প্রেমে হইলাম আমি 
মিছা দুষের ভাগি 
বন্ধুরে মিছা দুষের ভাগি 
তোমারে না পাইলে 
আমি বিনা রুগে রুগী রে 
ওরে তোমারে না পাইলে 
আমি বিনা রুগে রুগী রে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
তুমি আমার কাছে থাক 
এই আমার বাসনা 
তুমি আমার কাছে থাক 
এই আমার বাসনা 
বন্ধুরে এই আমার বাসনা 
ওরে মন যারে চায় 
তারে ছাড়া মনেও বুজেনা রে 
ওরে মন যারে চায় 
তারে ছাড়া মনেও বুজেনা রে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
বাউল আব্দুল করিম বলে 
কি বলিব বেশি 
বাউল আব্দুল করিম বলে 
বন্ধুরে কি বলিব বেশি 
ওরে মনে চায় দেখিতে 
তোমার চন্দন মুখের হাসি রে 
ওরে মনে চায় দেখিতে 
তোমার চন্দন মুখের হাসি রে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 
প্রাণ নাত
ছাড়িয়া যাইওনা বন্ধুরে 



Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ