ফিরে আসোনা
ফিরে আসোনা
স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভিতর উঠছে কেঁপে
জল রাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
বলো কি ভাবে
রবো এই ভাবে
আমায় গুছাবে কে দুহাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে
কতটা কঠিন বাঁচা তুমি হীন
আঁধারে বিলীন স্বপ্নের আহার
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
কেন যে হয় পূর্ণ থাকে
মেলালে নীল শুন্য তাতে
বলো কি ভাবে
রবো এই ভাবে
আমায় গুছাবে কে দুহাতে
ফিরে আসোনা আর তো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে
হারানো কত অবিরত
মনে তে কত ব্যাথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে কি করে বুঝাই
কেন যে হয় পূর্ণ থাকে
মেলালে নীল শুন্য তাতে
বলো কি ভাবে
রবো এই ভাবে
আমায় গুছাবে কে দুহাতে
ফিরে আসোনা আরতো পারিনা
বাঁচি চলোনা আবার একসাথে
Comments
Post a Comment