সাত জনম

সাত জনম

Singer : Kazi Shovo & Puuja


এই চোখে রেখে চোখ 
মন মাঝে আসোনা 
এই বুকের আকাশে 
উড়ে যাবো চলো না 
এই চোখে রেখে চোখ 
মন মাঝে আসোনা 
এই বুকের আকাশে 
উড়ে যাবো চলো না 
কাছে এসে
ভালোবেসে 
তুমি আমার হওনা 
সাত জনমের তুমি 
কেন বুঝনা 
এই হৃদয়ের 
তুমি সে কি জাননা 
সাত জনমের তুমি 
কেন বুঝনা 
এই হৃদয়ের 
তুমি সে কি জাননা 
চারি দিকে দেখি 
শুধু আমি এতই আধার 
তুমি হিনা কি যে
ব্যথা এই বুকেতে আমার 
চারি দিকে দেখি 
শুধু আমি এতই আধার 
কাছে এসে
ভালোবেসে 
তুমি আমার হওনা 
সাত জনমের তুমি 
কেন বুঝনা 
এই হৃদয়ের 
তুমি সে কি জাননা 
দূরে গেলে একটু তুমি 
পুড়ে যায় মন 
চোখ ঝুড়ে নেমে আসে 
অঝর শ্রাবন 
দূরে গেলে একটু তুমি 
পুড়ে যায় মন 
চোখ ঝুড়ে নেমে আসে 
অঝর শ্রাবন 
কাছে এসে
ভালোবেসে 
তুমি আমার হওনা 
সাত জনমের তুমি 
কেন বুঝনা 
এই হৃদয়ের 
তুমি সে কি জাননা 
সাত জনমের তুমি 
কেন বুঝনা 
এই হৃদয়ের 
তুমি সে কি জাননা 



Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ