সাত জনম
সাত জনম
Singer : Kazi Shovo & Puuja
এই চোখে রেখে চোখ
মন মাঝে আসোনা
এই বুকের আকাশে
উড়ে যাবো চলো না
এই চোখে রেখে চোখ
মন মাঝে আসোনা
এই বুকের আকাশে
উড়ে যাবো চলো না
কাছে এসে
ভালোবেসে
তুমি আমার হওনা
সাত জনমের তুমি
কেন বুঝনা
এই হৃদয়ের
তুমি সে কি জাননা
সাত জনমের তুমি
কেন বুঝনা
এই হৃদয়ের
তুমি সে কি জাননা
চারি দিকে দেখি
শুধু আমি এতই আধার
তুমি হিনা কি যে
ব্যথা এই বুকেতে আমার
চারি দিকে দেখি
শুধু আমি এতই আধার
কাছে এসে
ভালোবেসে
তুমি আমার হওনা
সাত জনমের তুমি
কেন বুঝনা
এই হৃদয়ের
তুমি সে কি জাননা
দূরে গেলে একটু তুমি
পুড়ে যায় মন
চোখ ঝুড়ে নেমে আসে
অঝর শ্রাবন
দূরে গেলে একটু তুমি
পুড়ে যায় মন
চোখ ঝুড়ে নেমে আসে
অঝর শ্রাবন
কাছে এসে
ভালোবেসে
তুমি আমার হওনা
সাত জনমের তুমি
কেন বুঝনা
এই হৃদয়ের
তুমি সে কি জাননা
সাত জনমের তুমি
কেন বুঝনা
এই হৃদয়ের
তুমি সে কি জাননা
Comments
Post a Comment