বলতে বলতে চলতে চলতে

বলতে বলতে চলতে চলতে 

Singer : imran 


বলতে চেয়ে মনে হয় 
বলতে তবু দেয়না হৃদয় 
কতটা তোমায় ভালোবাসি 
চলতে গিয়ে মনে হয় 
দুরত্ত কিছু নয় 
তোমার কাছেই ফিরে আসি 
তুমি তুমি তুমি শুধু এই মনে 
আনাচে কানাচে 
সত্যি বলোনা কেউ কি
প্রেম হিনা কখনো বাঁচে 
তুমি তুমি তুমি শুধু এই মনে 
আনাচে কানাচে 
সত্যি বলোনা কেউ কি
প্রেম হিনা কখনো বাঁচে 
বলতে চেয়ে মনে হয় 
বলতে তবু দেয়না হৃদয় 
কতটা তোমায় ভালোবাসি 
মেঘের খামে আজ তোমার নাম 
পুরো চিঠি পাঠিয়ে দিলাম 
পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে 
খুব যতনে তা লিখে ছিলাম 
মেঘের খামে আজ তোমার নাম 
পুরো চিঠি পাঠিয়ে দিলাম 
পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে 
খুব যতনে তা লিখে ছিলাম 
ও চাই পেতে আরো মন 
পেয়েও এত কাছে 
বলতে চেয়ে মনে হয় 
বলতে তবু দেয়না হৃদয় 
কতটা তোমায় ভালোবাসি 
মন অল্পতে প্রিয় গল্পতে 
কল্পনায় স্বপ্ন আঁখে 
ভুল ত্রুটি আবেগী কোন সুটি 
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে মন অল্পতে প্রিয় গল্পতে 
কল্পনায় স্বপ্ন আঁখে 
ভুল ত্রুটি আবেগী কোন সুটি 
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে 
ও চায় পেতে আরো মন 
পেয়েও এত কাছে 
বলতে চেয়ে মনে হয় 
বলতে তবু দেয়না হৃদয় 
কতটা তোমায় ভালোবাসি 



Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ