বলতে বলতে চলতে চলতে
বলতে বলতে চলতে চলতে
Singer : imran
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
চলতে গিয়ে মনে হয়
দুরত্ত কিছু নয়
তোমার কাছেই ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনে
আনাচে কানাচে
সত্যি বলোনা কেউ কি
প্রেম হিনা কখনো বাঁচে
তুমি তুমি তুমি শুধু এই মনে
আনাচে কানাচে
সত্যি বলোনা কেউ কি
প্রেম হিনা কখনো বাঁচে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মেঘের খামে আজ তোমার নাম
পুরো চিঠি পাঠিয়ে দিলাম
পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে
খুব যতনে তা লিখে ছিলাম
মেঘের খামে আজ তোমার নাম
পুরো চিঠি পাঠিয়ে দিলাম
পরে নিয়ো তুমি মিলিয়ে নিয়ে
খুব যতনে তা লিখে ছিলাম
ও চাই পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁখে
ভুল ত্রুটি আবেগী কোন সুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁখে
ভুল ত্রুটি আবেগী কোন সুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
Comments
Post a Comment