বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া

বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া 


বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া 
খুঁজেছে জবাব আঁচল মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি 
কত যত্নে দেখেছি আর লিখিছি, যা চলে তুই ও সব ভুলে তুই 
কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বড়ো বে রঙিন 
না রে নয় সহজ পাওয়া তোর মতন আর কেউ কে কোনো দিন 
হারিয়ে গেলাম পুড়িয়ে এলাম চোখে শুকিয়ে গেলো জ্বল 
কি যে বলবো আর এ দূরত্ব তার দেখিনি যে কোনো শেষ 
তবু দেখ না তুই বসে পাস্ টাতে গেলি আলোক বৰ্ষতে 
হারিয়ে গেলাম পুড়িয়ে এলাম চোখে শুকিয়ে গেলো জ্বল 


Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ