আমার যমুনার জল
আমার যমুনার জল
Singer : Fazlur Rahman Babu
আমার যমুনার জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
আমার যমুনার জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জলে
গডা পানিতে
নাইমা কন্যা
গডা মাঞ্জন করে
হাটু পানিতে
নাইমা কন্যা
হাটু মাঞ্জন করে
আমার যমুনা জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জওওওলে
ওড়াত পানিতে নাইমা
কন্যা ওরাত মাঞ্জন করে
কমর পানিতে নাইমা
কন্যা কমর মাঞ্জন করে
আমার যমুনা জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জওওওলে
পেট পানিতে নাইমা কন্যা
পেট মাঞ্জন করে
বুক পানিতে নাইমা কন্যা
বুক মাঞ্জন করে
আমার যমুনা জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জওওওলে
গলা পানিতে নাইমা কন্যা
গলা মাঞ্জন করে
মাথা পানিতে নাইমা কন্যা
ডুব দেয় অনুকালে
আমার যমুনা জল
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জওওওলে
Comments
Post a Comment