আমার যমুনার জল

আমার যমুনার জল 

Singer : Fazlur Rahman Babu

আমার যমুনার জল 
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জলে 
আমার যমুনার জল 
দেখতে কালো
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জলে 
গডা পানিতে 
নাইমা কন্যা 
গডা মাঞ্জন করে 
হাটু পানিতে 
নাইমা কন্যা 
হাটু মাঞ্জন করে 
আমার যমুনা জল 
দেখতে কালো 
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জওওওলে 
ওড়াত পানিতে নাইমা 
কন্যা ওরাত মাঞ্জন করে 
কমর পানিতে নাইমা 
কন্যা কমর মাঞ্জন করে 
আমার যমুনা জল 
দেখতে কালো 
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জওওওলে 
পেট পানিতে নাইমা কন্যা 
পেট মাঞ্জন করে 
বুক পানিতে নাইমা কন্যা 
বুক মাঞ্জন করে 
আমার যমুনা জল 
দেখতে কালো 
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জওওওলে 
গলা পানিতে নাইমা কন্যা 
গলা মাঞ্জন করে 
মাথা পানিতে নাইমা কন্যা 
ডুব দেয় অনুকালে 
আমার যমুনা জল 
দেখতে কালো 
স্মান করিতে লাগে ভালো 
যৌবন মিশিয়া গেলো জওওওলে 




Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ