আজ ভালোবাসোনা

আজ ভালোবাসোনা

 Singer : Imran  & Bristy 


আজ থেকে নয় আমি এই আমার 
আজ থেকে এই আমি শুধু তোমার
আজ থেকে নয় আমি এই আমার 
আজ থেকে এই আমি শুধু তোমার 
আগলে রবো তোমায় ছায়া হয়ে 
যখন যেখানে  যাবে যে ভাবে 
তখন সেখানে পাবে সে ভাবে 
দাড়াবেনা আর কিছু বাধা হয়ে 
এ সময়ের অপেক্ষায় 
কত দিন কেটেছে হায় 
অবশেষে পেলো কাছে 
মন তোমায় 
আজ ভালোবাসোনা
মন খুলে হাসনা 
এ ছাড়া নেই আর কিছু আর চাওয়া 
চেয়েছি যে যাকে পেয়েছি যে থাকে 
সত্যি যে নেই আর কিছু পাওয়ার 
প্রেম কে তা এত দিন
প্রেমে পরে তোমার বুজেছি 
ও তাই আজ হাবুডুবু প্রেমে তোমার খেয়ে চলেছি 
তুমি ছাড়া মন যে মানেনা 
তুমি ছাড়া মন যে বাঁচেনা 
তুমি ছাড়া মন যে মানেনা 
তুমি ছাড়া মন যে বাঁচেনা 
তুমি এখন বেঁচে থাকা সব আমার 
আজ ভালোবাসোনা
মন খুলে হাসনা
এ ছাড়া নেই আর কিছু আর চাওয়া 
চেয়েছি যে যাকে পেয়েছি যে থাকে 
সত্যি যে নেই আর কিছু পাওয়ার 
এই মনে বেঁচে থাকার ইচ্ছে জাগে 
তুমি আছো তাই 
ও আজীবন যেন আমি তোমায় কাছে পাই 
তুমি ছাড়া মন যে মানেনা 
তুমি ছাড়া মন যে বাঁচেনা 
তুমি এখন বেঁচে থাকা সব আমার 
আজ ভালোবাসোনা
মন খুলে হাসনা 
এ ছাড়া নেই আর কিছু আর চাওয়া 
চেয়েছি যে যাকে পেয়েছি যে থাকে 
সত্যি যে নেই আর কিছু পাওয়ার 

Comments

Popular posts from this blog

বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ