বন্ধে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে

মায়া লাগাইছে 

Singer : Habib Wahid




বন্ধে মায়া লাগাইছে 
পিরীতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিরিতের জ্বালা
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিরিতের জ্বালা
হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে
পিরীতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
আমি কি বলিব আর
বিচ্ছেরদের আগুনে পুড়ে কলিজা অঙ্গার
আমি কি বলিব আর
বিচ্ছেরদের আগুনে পুড়ে কলিজা অঙ্গার
হায় গো প্রান বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে
হায় গো প্রান বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
হায় কুলনাসার পিরিতের নেশায় কুলমান গেসে
হায় কুলনাসার পিরিতের নেশায় কুলমান গেসে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
 মায়া লাগাইছে
পিরীতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।



Comments

Popular posts from this blog

তোমারে না দেখলে আমার ঘরে

ছায়া দেহ