আলতো ছোয়া

আলতো ছোয়া Singer : Imran তোর ওই দুই হাতের আলতো ছোয়াতে মন চে যায় প্রেমের উষ্ণ ধুয়াতে তোর ওই দুই হাতের আল্টো ছোয়াতে মন চে যায় প্রেমের উষ্ণ ধুয়াতে এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দে না টায় একটু হেসে ভালোবেসে।... এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দে না টায় একটু হেসে ভালোবেসে।... একটা মন চায়, যার পৃথিবী হবে শুধু গিরে আমায় মিশে রব শুধু আমি সারাটা দিন যার চিন্তায় কেন এত ভাবিস অনুভবে এই দু চোখ যদি দু চোখে রাখিস বুঝবি তবে এই মনের কোথায় তুই থাকিস এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দে না টায় একটু হেসে ভালোবেসে।... এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দে না টায় একটু হেসে ভালোবেসে।... যত দিন যায় পাবো কি পাবোনা তোকে জঠিল ধাঁধায় ওই হৃদয়ে আসে যে ভিড় মনে জমাস ভুলে যা সবি কথা দিলাম আজীবন তুই আমাতেই রবি এই হৃদয়ে আঁকা রবে শুধু তরি ছবি এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে...