Posts

Showing posts from May, 2018

আলতো ছোয়া

Image
আলতো ছোয়া  Singer : Imran তোর ওই দুই হাতের আলতো ছোয়াতে  মন চে যায় প্রেমের উষ্ণ ধুয়াতে  তোর ওই দুই হাতের আল্টো ছোয়াতে  মন চে যায় প্রেমের উষ্ণ ধুয়াতে  এসেছি তোর মনেরই দেশে  আমি এক মুসাফির বেশে  দে না টায় একটু হেসে ভালোবেসে।... এসেছি তোর মনেরই দেশে  আমি এক মুসাফির বেশে  দে না টায় একটু হেসে ভালোবেসে।... একটা মন চায়, যার পৃথিবী হবে শুধু গিরে আমায়  মিশে রব শুধু আমি সারাটা দিন যার চিন্তায়  কেন এত ভাবিস অনুভবে এই দু চোখ যদি দু চোখে রাখিস  বুঝবি তবে এই মনের কোথায় তুই থাকিস  এসেছি তোর মনেরই দেশে  আমি এক মুসাফির বেশে  দে না টায় একটু হেসে ভালোবেসে।... এসেছি তোর মনেরই দেশে  আমি এক মুসাফির বেশে  দে না টায় একটু হেসে ভালোবেসে।... যত দিন যায় পাবো কি পাবোনা তোকে জঠিল ধাঁধায়  ওই হৃদয়ে আসে যে ভিড় মনে জমাস  ভুলে যা সবি কথা দিলাম আজীবন তুই আমাতেই রবি  এই হৃদয়ে আঁকা রবে শুধু তরি ছবি  এসেছি তোর মনেরই দেশে  আমি এক মুসাফির বেশে...

আলো ছায়া

Image
আলো ছায়া  Singer : Imran & Tahsin একটু কি শুনবে, গল্প কি গুনবে  তুমি আমার চোখের তাড়াতে  অবুভব ছড়িয়ে, নেবে কি জড়িয়ে  আমি থাকবো তোমার পাড়াতে  দাও প্রেম তুমি, নাও প্রেম তুমি পারো যতটা।..  কাছে আসে ধর হাতটা।.... তুমি আমি রব ঠিকি এভাবে।... আলো ছায়া পাশাপাশি যে ভাবে  তুমি আমি রব ঠিকি এভাবে।... আলো ছায়া পাশাপাশি যে ভাবে  আর তুমি আমাকে বুঝে নাও... কি যে চাও দৃষ্টিতে খুঁজে নাও  পেয়ে গেছি তোমার দেখা শুরু হলো গল্প লেখা  চৰ সুখের ঠিকানা। . প্রিয় জন তুমি, নাও মন তুমি  চলো এ পথে, চাই শুধু তোমারি হতে  তুমি আমি রব ঠিকি এভাবে।... আলো ছায়া পাশাপাশি যে ভাবে তুমি আমি রব ঠিকি এভাবে।... আলো ছায়া পাশাপাশি যে ভাবে  আরো কাছে আমাকে টেনে নাও  ভালো করে আমাকে জেনে নাও  ভেসে যাবো তোমার সাথে  মিশে রব ভাবনাতে, খুঁজবো রঙিন জুছনা   প্রিয় জন তুমি, নাও মন তুমি  চলো এ পথে, চাই শুধু তোমারি হতে  তুমি আমি রব ঠিকি এভাবে।... আলো ছায়া পাশাপাশি যে ভাবে তুমি আম...